মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কক্সবাজার থেকে রংপুরে ইয়াবা নিতে চট্টগ্রামে আটক ২ ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৮:৫১, ১৫ জানুয়ারি ২০২১

৬২১

কক্সবাজার থেকে রংপুরে ইয়াবা নিতে চট্টগ্রামে আটক ২ ব্যবসায়ী

বন্দর নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৭ হাজার ৭৬২ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হচ্ছেন রাসেল মিয়া (৩৫) ও জাহিদ হাসান রাজিব (২২)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮১ হাজার টাকা।

র‌্যাব জানিয়েছে, কক্সবাজার থেকে গাড়ি ভরে ইয়াবা নিয়ে রংপুরে যাওয়ার পথে চট্টগ্রামে তাদের আটক করা হয়।  

রাসেল মিয়া রংপুরের পীরগঞ্জের আব্দুল আজিজের ছেলে এবং রাজিব রংপুরের মো. আবুল কাশেমের ছেলে। 

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরা হয় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিকে। 

নূরুল আবছার জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছে এমন খবর পেয়ে শাহ্ আমানত সেতু টোল প্লাজার সামনে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে চালক মাইক্রোবাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা মাইক্রো বাসচালককে আটক করে। এবং চালকের আসনের নিচ থেকে ৭ হাজার ৭৬২ ইয়াবা উদ্ধার করা হয়। 

অভিযানে ৩০ লাখ টাকা দামের মাইক্রো বাসটিও জব্দ করা হয় বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। 

পরে আটককৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তার রাসেল ও রাজিব দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সেগুলো রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলেও সাংবাদিকদের কাছে বলেছেন র‌্যাবের এ সহকারী পরিচালক। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত