চসিক নির্বাচনে প্রচারণায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিক্ষোভ
চসিক নির্বাচনে প্রচারণায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিক্ষোভ
চট্টগ্রাম সিটি করর্পোরেশ নির্বাচনের শুরুর দিন অর্থাৎ গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছিল আশিকুর রহমান রোহিত (২২) নামের এক ছাত্রলীগ কর্মী। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে।
এদিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর খবরে নগরের চকবাজার, গুলজার মোড় এলাকায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
জানা যায়, চসিক নির্বাচনে প্রচারণার শুরুর দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সাথে নগরের দেওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় আশিকুর রহমান রোহিত। নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। তারপর থেকে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। টানা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় রোহিত।
নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র এবং বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসাবে পরিচিত রোহিত।
এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এর আগে গত ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে মহিউদ্দিন,বাবু এবং সাবু। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`