মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র থামেনি : আ জ ম নাছির 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৪:২১, ১০ জানুয়ারি ২০২১

আপডেট: ১৫:১৬, ১০ জানুয়ারি ২০২১

৬০১

বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র থামেনি : আ জ ম নাছির 

শুধু স্বাধীনতার পরেই নয়, আগেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির কাছ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

রবিবার (১০ জানুয়ারি) সকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালীর স্বাধীনতার স্বপ্ন ধুলিস্যাৎ করে ফেলা যাবে, এমনটা মনে করে পাকিস্তানি শাসকরা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। এমনকি তার ফাঁসির প্রক্রিয়াও চুড়ান্ত করে রেখেছিল, কিন্তু তা হয়নি। বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালীর স্বপ্নের বাতিঘর। সাড়ে সাত কোটি বাঙালী সেদিন তাদের বাতিঘরের নিশান দেখে এগিয়ে গেছে স্বাধীনতার পথে। 

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, দেশে ফেরার আগে ২৯০ দিন পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান। সেই থেকে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমাদেরকে জাতির জনকের সেই ত্যাগ তিতিক্ষা আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, থানা আওয়ামী লীগ নেতা কাজী আলতাফ হোসেন, হারুনুর রশিদ, মো আবছার, মো ইফতেখার আলম, মো ইসকান্দর মিয়া, হাজী আবু তৈয়ব সিদ্দিকি, শেখ সোহরাওয়ার্দী, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর , সেলিম রেজা, নুরুল আলম, আবুল হাশেম বাবুল। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত