মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আ`লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ বিএনপি প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৮:১৪, ৯ জানুয়ারি ২০২১

৫৭৫

আ`লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ বিএনপি প্রার্থীর

সরকার দলীয় মেয়র প্রার্থী কোনো ধরনের নিয়ম মানছেন না। আচরণবিধি লঙ্ঘন করে উনি ৩৫-৪০টা গাড়ি নিয়ে গণসংযোগে নেমেছেন। এটা বিধি সম্মত নয়। সরকার দলীয় প্রার্থী বলে হয়তো তিনি এ সুযোগ-সুবিধা পাচ্ছেন। এটা থেকে নির্বাচন কমিশনকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।  

শনিবার (৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে দলীয় অফিস নাসিমন ভবনের প্রবেশমুখে উপস্থিত সংবাদকর্মীদের তিনি এ কথা বলেন। এরপর তিনি মাস্ক বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন। 

মাস্ক বিতরণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চান জানিয়ে ডা. শাহাদাত বলেন, জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য সেবক হিসেবে এ বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া জরুরি। 

তিনি বলেন, আমরা বারবার বলছি, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য ইসি এবং সরকারকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে হবে। ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য ইসি এবং সরকারকে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। না হয় তাদের মধ্যে ভীতির সঞ্চার হবে। ২০ লাখ ভোটারের মধ্যে ১০ লাখ নারী এবং তরুণদের ভোট আছে। তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য আগ্রহী করে তুলতে হবে। এ ব্যাপারে সরকার এবং ইসির জোরালো একটা ভূমিকা থাকা উচিত। 

এ সময় তার সঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহ সভাপতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত