মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে উন্নয়ন করার অঙ্গীকার আ`লীগ প্রার্থীর 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৭:৫৭, ৯ জানুয়ারি ২০২১

৭৩৯

হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে উন্নয়ন করার অঙ্গীকার আ`লীগ প্রার্থীর 

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহিউদ্দীন চৌধুরী যদি ১৫ বছর হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নগরীর উন্নয়ন করতে পারেন, তাহলে আমিও পারব। এসময় তিনি চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে ৪১ টি স্বাস্থ্য ক্লিনিক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামে স্টেশন রোড়ের নগর মহল্লা সর্দার কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ প্রার্থী বলেন, নগর মহল্লা কমিটিকে বাদ দিয়ে চট্টগ্রামের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। কোনো কাজ করতে গেলে এখন মেয়রের উপর দোষ আসে। আমার সিদ্ধান্ত হচ্ছে, এ শহরের উন্নয়নের জন্য সবার পরামর্শের প্রয়োজন আছে। সকল প্রতিনিধিকে ডেকে পরামর্শ করে সবার মতামত নিয়ে যোগ পরামর্শ টেকসই ও উন্নয়নের জন্য পরিকল্পিত হবে সেটাই গ্রহণ করা হবে। তখন একটা জিনিস হবে না, সেটা আর কেউ বলতে পারবে না মেয়রের দোষ। দোষ হলে সবার, ভালো হলেও সবার। 

তিনি বলেন, চট্টগ্রামে অনেক সমস্যা আছে, ধীরে ধীরে এ সমস্যা সমাধান করতে পারবো যদি আপনারা নৌকায় ভোট দেন। এ শহরে পাহাড়, নদী, খাল ও ধর্মীয় তীর্থ ভূমি। চট্টগ্রাম সবার আগে, চট্টগ্রাম যেটা আজ চিন্তা করে দেশ সেটা একদিন পরে চিন্তা করে। 

নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিক আদনান, মহল্লা কমিটির সহসভাপতি আলী সর্দার, শফি জাহিদ হোসেন, সাহাবুদ্দিন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত