মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রেজাউল-শাহাদাতের অঙ্গীকার স্মার্ট সিটির, প্রচারণার শুরুতে জনস্রোত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৮:৩৪, ৮ জানুয়ারি ২০২১

৬১৩

রেজাউল-শাহাদাতের অঙ্গীকার স্মার্ট সিটির, প্রচারণার শুরুতে জনস্রোত

প্রচারণার শুরুর দিনই প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় জনস্রোতের দেখা মিলেছে। দুইজনই নির্বাচিত হলে স্মার্ট আধুনিক বাসযোগ্য চট্টগ্রাম শহর উপরহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

শুক্রবার (৮ জানুয়ারি) স্থগিত হওয়া চসিক নির্বাচনের প্রচারণা পুনরায় শুরু হয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বহদ্দারহাটের নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জেয়ারত করেন। অন্যদিকে নগরের শাহ আমানত মাজার জেয়ারত করে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। 

প্রচারণার শুরুতে গণমাধ্যমে কথা বলেন উভয়ে। এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার অবদানে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। চট্টগ্রামের উন্নয়নের এ অগ্রযাত্রাকে আরও মসৃণ এবং গতিশীল করতে আমি আমার দলীয় প্রতীক নৌকায় আপনাদের ভোট প্রত্যাশা করছি।

এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহদাত হোসেন বলেন, ভোটের অধিকার রক্ষার জন্য ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার বিকল্প নেই। মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে নান্দনিক, বাস্তবসম্মত, পরিবেশবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাসহ জনগুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দেন তিনি। 

ডা. শাহাদাত বলেন, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা চাই, মানুষ ভোট কেন্দ্রে আসুক, আওয়ামী লীগ যে ভোটবিমুখতার সংস্কৃতি চালু করেছে তার অবসান হোক।

এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন তার সাথে উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত