তেল চুরি করে বরখাস্ত চালক ফিরলেন স্বপদে
তেল চুরি করে বরখাস্ত চালক ফিরলেন স্বপদে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ির তেল চুরির অভিযোগে তাৎক্ষণিক বরখাস্ত করা কাজল চন্দ্র সেনকে পুনরায় স্বপদে বহাল করার অফিস আদেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। বুধবার (৬ জানুয়ারি) এ চক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘কাজল চন্দ্র সেনকে নোটানুচ্ছেদ ১১ তে প্রশাসক মহোদয় কর্তৃক চাকরিতে পুনর্বহালের বিষয়টি অনুমোদিত হয়েছে। অতএব উল্লেখিত ড্রাইভারকে দায়িত্ব প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো ’
গত বছরের ৭ আগস্ট সিটি কর্পোরেশন পরিচালিত একটি অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে খোরশেদ আলম সুজন তাৎক্ষণিক অভিযুক্ত চালক কাজল চন্দ্র সেনকে বরখাস্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, তেল চুরি ঘটনায় বরখাস্ত হওয়া কাজল চন্দ সেন নামের এক চালককে স্বপদে বহাল করা হয়েছে। এ বিষয়টি কর্পোরেশনের বিভাগীয় সিদ্ধান্ত।
চসিক প্রশাসক হিসাবে খোরশেদ আলম সুজন দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই তেল চুরির ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলে নানা বিতর্ক। কিন্তু সে বিতর্ক আরো উস্কে দেন সুজন অভিযুক্ত ড্রাইভারকে বরখাস্ত করে। কিন্তু বরখাস্ত করা সে ড্রাইভারকে তিনি আবার পুনর্বহাল করে যাচ্ছেন দায়িত্ব শেষ হওয়ার আগে আগে। এ নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`