ভ্যাকসিন দিতে চট্টগ্রামে প্রস্তুতি শুরু
ভ্যাকসিন দিতে চট্টগ্রামে প্রস্তুতি শুরু
সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম সম্পন্ন করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কমিটিও করা হয়েছে। চট্টগ্রামেও সুষ্ঠুভাবে কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে চলছে নানা প্রস্তুতি।
এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কীভাবে কোভিড-১৯ এর এ ভ্যাকসিন দেয়া হবে তা নিয়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে রবিাবর (৩ জানুয়ারি) প্রথমবারের মতো বৈঠকে বসেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নগর আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, চসিক কর্তৃপক্ষ, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, সিটি কর্পোরেশন এলাকার বাইরে গ্রাম ও উপজেলা পর্যায়ে কোভিডের ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও প্রস্তুতি গ্রহণ করছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, করোনার টিকাদান কর্মসূচি সফল করতে ব্যবহার করা হবে সব ধরণের স্বাস্থ্য অবকাঠামো। কাজ করবেন টিকা কর্মসূচিতে যুক্ত দক্ষ কর্মীরা। স্বাস্থ্য অবকাঠামোর বাইরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, বেসরকারি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রগুলোতেও খোলা হবে করোনা ভ্যাকসিনেশন সেন্টার।
অন্যদিকে দেশে ফেব্রুয়ারির শুরুতে টিকা আসলে মধ্য ফেব্রুয়ারিতেই চট্টগ্রামে এ টিকা পাওয়া যাবে। এমন আশার কথাও জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। গত ডিসেম্বর মাসে চট্টগ্রামের জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টিকার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের কাছে চাহিদা পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। যাতে ২ লাখ ৭১ হাজার ৭৮৮ জনের শরীরে প্রয়োগের জন্য দুই ডোজ করে ভ্যাকসিন চাওয়া হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, প্রাথমিক পর্যায়ে সম্মুখযোদ্ধা যারা তাদের দেয়া হবে এ টিকা। পর্যায়ক্রমে অন্যদেরও টিকার আওতায় আনা হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`