মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে পুনরায় আলী আব্বাস-চৌধুরী ফরিদ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

০০:২৫, ১ জানুয়ারি ২০২১

১১০৫

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে পুনরায় আলী আব্বাস-চৌধুরী ফরিদ

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস এবং চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট।

সাধারণ সম্পাদক পদে চৌধুরী ফরিদ পেয়েছেন ১৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন কাজী পেয়েছেন ১৫৯ ভোট।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেটি বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী অংশ নেন।

সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৯৮ ভোট। সহ সভাপতি পদে স ম ইব্রাহীম ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৭৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট। অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের দেবাশীষ বড়ুয়া দেবু পেয়েছেন ১৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান ৯৬ ভোট পেয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬ ভোট। সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আইয়ুব আলী ১৬০ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন খোকন পেয়েছেন ৭১ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ১৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব বড়ুয়া অর্ণব পেয়েছেন ৯৬ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩ ভোট, মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, দেবদুলাল ভৌমিক ১৩০ ভোট এবং মনজুর কাদের মনজু ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত