মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৬:৫০, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:৫২, ৩০ ডিসেম্বর ২০২০

৫৭৪

চট্টগ্রামে থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা

জাম্বুরি পার্ক, চট্টগ্রাম
জাম্বুরি পার্ক, চট্টগ্রাম

চট্টগ্রামে থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে উন্মুক্ত স্থানে সমবেত হওয়া যাবে না। করা যাবেনা নাচ, গান বা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদেও উৎসব করা যাবে না। এমনকি আতশবাজিতেও থাকছে নিষেধাজ্ঞা। কোন ভবনের ছাদে আতশবাজি হলে ভবন মালিকের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা। 

৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর পতেঙ্গা সী-বীচ, পারকি বীচ এলাকায় অবস্থান যাবে না। লাইসেন্সকৃত বার ও মদের দোকানও বন্ধ রাখতে হবে। গাড়িতে উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না কিংবা বেপরোয়া গতিতে গাড়ী বা মোটরবাইক চালানো যাবে না। 

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। 

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোন ধরনের আশঙ্কা রোধে পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

পুলিশ জানায়, নগরের বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে। জোরদার করা হবে পুলিশের টহল এবং ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারীও বাড়বে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত