মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কমিটি ঘোষণার পরপরই আটক তিন ছাত্রদলকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০২০

৩৪৯

কমিটি ঘোষণার পরপরই আটক তিন ছাত্রদলকর্মী

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিন ছাত্রদল কর্মী। তবে পুলিশের দাবি, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে তাদের আটক করা হয়েছে।

 রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গেলে পুলিশ তাদের আটক করে। 

আটককৃতরা হলো, মোজাম্মেল হক মনজু, তহিদুল ইসলাম সুমন ও মনিরুজ্জামান। তিনজনই নতুন আহবায়ক সাইফুল আলমের অনুসারী। 

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অনুমতি ছাড়া হঠাৎ করেই ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের পার্টি অফিসে আসছিল। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ করে। জনমনে আতঙ্ক তৈরির কারণে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তবে নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের দাবি, শান্তিপূর্ণ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গেলে পুলিশ অতর্কিত ভাবে লাঠিচার্জ করে তিনজনকে আটক করেছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল চলতি মাসে ঘোষিত ৫শ জনের ঢাউস কমিটি ভেঙে ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। মহানগর ছাত্রদলের নতুন এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত