বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:২৮, ৯ নভেম্বর ২০২৪

২৪৩

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত

চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে পতেঙ্গার দিক থেকে লালখানবাজারের দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল (চট্ট মেট্রো–ল ১৭–৪৩১৮) চালিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত