মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবুনগরী শিক্ষক-ছাত্রদের উস্কানি দিচ্ছেন, অভিযোগ শফির পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:২৪, ২৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:৪৫, ২৬ ডিসেম্বর ২০২০

৫২৫

বাবুনগরী শিক্ষক-ছাত্রদের উস্কানি দিচ্ছেন, অভিযোগ শফির পরিবারের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আল্লামা আহমদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আল্লামা আহমদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন

হেফাজতে ইসলামের বর্তমান আমীর জুনায়েদ বাবু নগরী হাটহাজারী মাদ্রাসাকে ব্যবহার করে শিক্ষক ও ছাত্রদের উস্কনি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদ্য প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফির পরিবারের সদস্যরা।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আল্লামা আহমদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন। 

অভিযোগে তারা বলেছেন, জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারীরা শফির শ্যালক মঈন উদ্দীন ও তার ভাগিনা আনাস মাদানীকে হত্যা করার হুমকি দিয়ে আনাসের তিন ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিলেন। 

এরইমধ্যে ভিডিও বার্তার মাধ্যমে সেদিন কোন পরিবেশে আনাস বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন তা দেশবাসিকে জানিয়েছেন, উল্লেখ করেন মঈন উদ্দিন। 

আল্লামা শফিকে হত্যা করার পর পরিবার যাতে সত্য প্রকাশ করতে না পারে তার জন্য বাবুনগরীর অনুসারীরা তাদের হত্যার হুমকি দিচ্ছেন এমন অভিযোগ তুলে ধরে মঈন উদ্দিন আরও বলেন, কোর্টে মামলা দায়েরের পর মামলা তুলে নিতেও নানাভাবে চাপ প্রয়োগ করছেন বাবুনগরী ও তার অনুসারীরা। 

আমরা শফি হুজুরের হত্যার বিচার দাবি করছি এবং সরকারের সহযোগিতা কামনা করছি, বলেন মো. মঈন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত