মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৮:৪৪, ২২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:৪৫, ২২ ডিসেম্বর ২০২০

৫৩৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের: ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

বাংলাদেশের সঙ্গে ভারতে বন্ধুর্ত্বপূর্ণ সম্পর্ক শুধু ঐতিহাসিক ও সংস্কৃতিগত নয়, এটি রক্তের সম্পর্ক। এ কথা বলেছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এ কথা বলেছেন বিক্রম কুমার দোরাইস্বামী।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন-
‘মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের স্মরণার্থে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তা সত্যিই সম্মানের। হাতে হাত রেখে ভারতীয় সৈন্য ও মুক্তিবাহিনী যুদ্ধ করেছিল। যার কারণে পাকহানাদার বাহিনীকে হারিয়ে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল।’

মৃত্যুঞ্জয়ী মিত্র নির্মাণে ৩০ লাখ টাকার অর্থায়ন করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। স্মৃতিস্তম্ভটি নির্মাণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। চলতি বছরের মার্চে উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা করা যায়নি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি এবং সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলমসহ অন্যান্যরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত