মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোনও মেজরের বাঁশির হুইসেলে স্বাধীনতা আসেনি

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম:

১৫:০৯, ১৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:৩১, ১৯ ডিসেম্বর ২০২০

৬২০

কোনও মেজরের বাঁশির হুইসেলে স্বাধীনতা আসেনি

কোনও মেজরের (জিয়াউর রহমান) বাঁশির হুইসেলে দেশের স্বাধীনতা আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

তিনি বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন থেকে সূচনা হয়েছে স্বাধীনতার বীজ। যা ’৬৬-এর ছয় দফা, শিক্ষা আন্দোলন, ’৭০-এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়, সবশেষ ‘৭১-এর ৭ মার্চের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশের অভ্যুদয় ঘটেছে। 

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। 

তিনি বলেন, ইসলামে কোথাও মূর্তি বা ভাস্কর্য ভাঙার জন্য বলা হয়নি। পাকিস্তান মুসলিম রাষ্ট্র, সেখানে জিন্নাহর মূর্তি আছে, তুরস্কে এরদোয়ানের আছে। মূর্তি বা ভাস্কর্য এটা যার যার মনের বিষয়। কিন্তু মৌলবাদী গোষ্ঠী এটার ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের এবং অসাম্প্রদায়িক এ দেশকে অস্থিতিশীল করে নিজেরা ফায়দা লুটতে চায়।

এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর  সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান এবং শিক্ষা বিষয়ক আওয়ামী লীগের উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দীনসহ অনেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত