মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিপিং করপোরেশনে যুক্ত হচ্ছে নতুন ২৬ জাহাজ 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৮:৫৪, ১৫ ডিসেম্বর ২০২০

৭০৯

শিপিং করপোরেশনে যুক্ত হচ্ছে নতুন ২৬ জাহাজ 

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বহরে বর্তমানে ৮টি জাহাজ রয়েছে। নতুন করে কেনা হবে আরো ২৬ টি জাহাজ। কয়লা, তেল, গ্যাস ও কনটেইনার পরিবহনের জন্য নতুন এ ২৬ টি জাহাজ কেনা হবে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিএসসি ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ তথ্য জানানো হয়।

কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, এসব জাহাজ কিনতে ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কয়লা পরিবহনের জন্য দুইটি মাদার বাল্ক, ১০টি বাল্ক ক্যারিয়ার, ক্রুড অয়েল পরিবহনের জন্য দুইটি মাদার ট্যাংকার, ডিজেল ও জেট ফুয়েল পরিবহনের জন্য দুইটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ছয়টি জাহাজ, কনটেইনার পরিবহনের জন্য চারটি জাহাজ ক্রয়ের প্রকল্প নেয়া হয়েছে।

বিএসসি গত অর্থ বছরে ৪১ কোটি ৪৭ লাখ টাকা নিট লাভ করেছে বলেও জানান তিনি।  

সভায় জানানো হয়, ২০১৯-২০ অর্থ বছরে বিএসসির পরিচালনা আয় ছিলো ২৭৯ কোটি ৯০ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ৪২ কোটি ৯৪ লাখ টাকা। সর্বমোট আয় ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। পরিচালনা ব্যয় ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ টাকা। সর্বমোট ব্যয় হয়েছে ২৪৫ কোটি ৩৬ লাখ টাকা। নিট লাভ হয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় শেয়ার হোল্ডারদের ২০১৯-২০ অর্থবছরে জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয়। বিএসসির বহরে নতুন ছয়টি জাহাজ যুক্ত হওয়ায় সংস্থাটির নিট আয় বৃদ্ধি পেয়েছে বলে সভায় জানানো হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত