মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিএমপির সাতশ’ সদস্য পাচ্ছে টেকটিক্যাল বেল্ট

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:৪৭, ১৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:০০, ১৫ ডিসেম্বর ২০২০

৭৪৫

সিএমপির সাতশ’ সদস্য পাচ্ছে টেকটিক্যাল বেল্ট

চট্টগ্রাম মেট্রোপলিশ পুলিশের সাতশ সদস্যকে দেওয়া হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার "টেকটিক্যাল বেল্ট "। বিশাল চাইনিজ রাইফেলের পরীবর্তে দেয়া হচ্ছে এই অস্ত্র। বিজয় দিবসে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের মাধ্যমে তারা শুরু করবেন সর্বাধুনিক এই বেল্টের ব্যবহার।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। 

তিনি বলেন, প্রাথমিকভাবে কোতোয়ালী, খুলশী, পাঁচলাইশ ও ডাবলমুরিং থানার অপারেশনাল দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার পাবে। অপারেশনাল গিয়ারের অংশ হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য ট্যাকটিক্যাল বেল্ট পরিধান করবেন। এই বেল্টে পুলিশ সদস্যরা হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি, ব্যাটন, পানির বোতল, টর্চলাইটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখতে পারবে। 

জানা যায়, দায়িত্বরত এসব পুলিশ সদস্যদের থাকবে থাই হোলস্টার এবং আধুনিক ক্ষুদ্র অস্ত্র । থাই হোলস্টারে ক্ষুদ্র অস্ত্র রাখার সুবিধা থাকায় তাদের দুটো হাতই থাকবে উন্মুক্ত। ফলে সহজে এবং স্বাচ্ছ্যন্দে তারা দায়িত্বপালন করতে পারবে। বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ৭০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে সর্বাধুনিক গিয়ার দেয়া হচ্ছে। ধাপে ধাপে সকল থানা, ফাঁড়িসহ সব পুলিশ সদস্যকে এই গিয়ার দেয়া হবে।   

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত