শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১ || ০৩ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চটগ্রামে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ বার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৩৯, ২৬ জানুয়ারি ২০২৪

৬২৯

চটগ্রামে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্বর্ণ বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের দুই নম্বর কনভেনার বেল্টের পাশে অবস্থান নিলে সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সেটি খুললে ভেতরে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি বার পাওয়া যায়। জব্দ স্বর্ণ বারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে এসে থাকতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank