একাত্তরের পরাজিত শক্তি অপতৎপরতা চালিয়ে যাচ্ছে: আ জ ম নাছির
একাত্তরের পরাজিত শক্তি অপতৎপরতা চালিয়ে যাচ্ছে: আ জ ম নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে থামিয়ে দিতে একাত্তরের পরাজিত শক্তি নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছিল, তখনই এই জাতিকে মেধাশূণ্য করতে বীর বাঙালি যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে পরিকল্পনায় একের পর এক জাতির মাস্টারমাইন্ডদেরকে হত্যা শুরু করে। ১৪ ডিসেম্বর সারাদেশ জুড়ে শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতি কর্মী, সংবাদকর্মী, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, সমাজ হিতৈষীসহ তাদের লাল তালিকাভুক্তদের ধরে এনে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায়।
সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে নগরীর দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন বর্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডের নজির রয়েছে কিনা আমার জানা নেই। সেই পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি নিয়ে এখনো হত্যার ষড়যন্ত্রে তৎপর রয়েছে। তারা জাতির মাস্টারমাইন্ডদেরকে চিহ্নিত করে রেখেছে। সময় সুযোগ বুঝে নানা কায়দা-কৌশলে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়েও তারা জাতির জনকের ভাস্কর্য নিয়ে কুরুচীপূর্ন বক্তব্য দিয়ে, ভাস্কর্য ভাংচুর চালিয়ে আমাদেরকে সেই হুমকিই দিয়েছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের কার্যকলাপ তদারকি করতে হবে। তাদেরকে আর ছাড় দেয়ার সুযোগ নেই। এই বিষধর কালসাপ এখন ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ছোবল মারবে বলে ।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`