মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২৭ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:১০, ১৪ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:২২, ১৪ ডিসেম্বর ২০২০

৫১৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২৭ জানুয়ারি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনে ভোটগ্রহণ হবে  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। 

মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ থাকছে এই নির্বাচনে। আগে যাদের

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। ওই নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। 

নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসেবে গত ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে পরে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি কর্পেোরেশনে প্রশাসক নিয়োগ করে সরকার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত