চট্টগ্রামে শিশু মিম হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে শিশু মিম হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামের শিশু ফাতেমা আকতার মিম হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক জমিউল হায়দার এ রায় ঘোষণা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-
মো. বেলাল হোসেন ওরফে বিজয়, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন, মো. আকসান মিয়া প্রকাশ হাসান, মো. সুজন, মো. মেহেরাজ প্রকাশ টুটুল, আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু ও শাহাদাত হোসেন সৈকত।
এদের মধ্যে প্রথম ৭ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী একজন শাহাদাত হোসেন সৈকত ঘটনার পর থেকে পলাতক আছেন।
ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের বলেন, ‘সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ হওয়ায় ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
২০১৮ সালের ২১ জানুয়ারি নগরীর আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় মিমকে। আলোচিত এ মামলার পুরো বিচার পক্রিয়ায় প্রত্যক্ষদর্শীসহ গুরুত্বপূর্ণ ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন রাষ্ট্রপক্ষ।
ঘটনার দিন রাত ১০টার দিকে আকবরশাহয়ের বিশ্ব ব্যাংক কলোনির ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে দ্বিতীয় শ্রেণিতে পরা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, পরে মিমের মা রাবেয়া বেগমের করা মামলায় ৮ জনের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্তে বেরিয়ে আসে, মিমের মা রাবেয়া বেগমের সাথে থাকা বিরোধকে কেন্দ্র পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`