মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত ১৯৩, মৃত্যু ২

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৯, ১৪ ডিসেম্বর ২০২০

৪৭২

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত ১৯৩, মৃত্যু ২

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ১৫৪ জন নগরীর এবং ৩৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।এসময়ে নগরীতে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৩৩৪ জন। এর মধ্যে ২৩৮ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত ২৭ হাজার ৮২৭ জনের মধ্যে ২১ হাজার ২৭২ জন নগরের এবং ৬ হাজার ৫৫৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের এবং ফৌজদার হাটের বিআইটিআইডিতে ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের ও সিভাসুতে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের ভাইরাস পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দেওয়ার আহবান জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত