মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একটি অস্তিত্বের দুইটি নাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ: বিভাগীয় কমিশনার 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৪:২৯, ১২ ডিসেম্বর ২০২০

৪৮১

একটি অস্তিত্বের দুইটি নাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ: বিভাগীয় কমিশনার 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেছেন, একটি অস্তিত্বের দুইটি নাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ। জাতির পিতার ওপর আঘাত মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, সংবিধানের প্রতি আঘাত। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের পরাজিত শক্তি পাঁয়তারা করছে। 

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন বিভাগের কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার।

তিনি বলেন, পাকিস্তানের পরাজিত শক্তি যারা কখনোই পরাজয় মেনে নিতে না পেরে এমনটা করছে, সময়ে সময়ে এরাই সেই আচরণ করছে। এটি  সেই আচরণের বহিঃপ্রকাশ হলো জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত। এর প্রতিবাদ না করলে এই শক্তি আরও বড় ধরনের অপকর্ম করার সুযোগ পাবে। 

বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাস্তায় নামাবেন না। রাস্তায় নামালে আপনাদের অস্তিত্ব থাকবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে যে আঘাত, সেটি আসলে আঘাত হিসেবে দেখার কোনো সুযোগ নাই। এটি গভীর ষড়যন্ত্রের একটি নমুনা। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাই না, এই ধরনের ইস্যু নিয়ে দ্বিতীয়বার কোনো প্রতিবাদে হাজির হই। আমাদের কাজ সেবা দেওয়া। সেই কাজটি আমরা করতে চাই। যদি আপনারা সেই কাজটি করতে বাধা দেন, অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন তাহলে সরকারি কর্মচারীরা বসে থাকবে না। যদি এই দেশে থাকতে চান তাহলে এই দেশের নীতি আদর্শকে সম্মান করুন। দেশের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো আচরণ থেকে আপনারা বিরত থাকুন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত