মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:২৫, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:০৮, ১২ ডিসেম্বর ২০২০

৬৪৫

অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিক সমাজ অতীতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে। বঙ্গবন্ধু বাঙালি জাতির আবেগের জায়গা। বঙ্গবন্ধু বিষয়ে বাঙালি জাতি কখনো কোন অপশক্তির কাছে মাথা নত করবে না। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তি দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতের দিকে ঠেলে দিতে চেয়েছিল, কিন্ত বাঙালি জাতি তাদের সফল হতে দেয়নি। সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সারাদেশে সকল শ্রেণির পেশার মানুষ আজ সোচ্চার। তার মাধ্যমে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িকতার কোন স্থান নাই, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। 

শনিবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চলনায় মানবন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, নজরুল ইসলাম, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত