মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩১ বছরের রীতি ভেঙে পাঁচদিনের হবে চট্টগ্রামের বিজয় মেলা

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৭, ৯ ডিসেম্বর ২০২০

৩৫৯

৩১ বছরের রীতি ভেঙে পাঁচদিনের হবে চট্টগ্রামের বিজয় মেলা

মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার এই শ্লোগান ধারণ করে ১৯৮৯ সাল থেকে বিজয়ের মাস ডিসেম্বরে চট্টগ্রামে মাসব্যাপী হয়ে আসা মুক্তিযুদ্ধের বিজয় মেলা এবার মাসব্যাপী হবে না। ৩১ বছরের রীতি ভেঙে করোনা মহামারীর কারণে ছোট পরিসরে ৫ দিনের আয়োজনে সীমাবদ্ধ থাকছে এবারের আয়োজন। করোনার মধ্যেও দীর্ঘদিনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস। 

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, দেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। ধর্মান্ধ, মৌলবাদ গোষ্ঠী তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত সুকৌশলে তাদের জন্য নিরাপদ সময়, এবং উত্তম ইস্যূটি টার্গেট করেছে। স্বাধীনতা বিরোধী, ৭১ এর ঘাতক- দালাল, যুদ্ধাপরাধিরা তাদের দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের যোগসাজেশে সুকৌশলে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করেছে। এদের পূর্বসূরীরা ৬৬ টির ছয় দফা আন্দোলনে, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রামেও বঙ্গবন্ধুকে টার্গেট করেছিল। ৭৫ এর ১৫ আগষ্ট কালো রাত্রিতে তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেও থেমে থাকেনি। ধর্মের অপব্যাখ্যা করে তারা “ভাস্কর্য এবং মূর্তি” নিয়ে ফতোয়া দিয়ে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মূর্তিকে ইস্যু করে যারা ফায়দা হাসিল করতে চায় তারা পবিত্র ইসলাম ধর্মের অনুসারী প্রকৃত আলেম নয়। যারা ধর্মের কোমল অনুভূতি, দুর্বল ও স্পর্শকাতর বিষয়গুলোকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়। আমরা এ মোল্লাদের বিরুদ্ধে। 

সংবাদ সম্মেলনে বিজয় মেলার কো-চেয়ারম্যান নঈম উদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জাহাঙ্গীর আলম, পাল্টু লাল সাহা, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, প্রদ্বীপ খাস্তগীর, শেখ নাছির আহমেদ, শ্রমিক স্কোয়ার্ড সদস্য সচিব আবুল হোসেন আবু, দেলোয়ার হোসেন দেলু, হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত