মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৭, ৮ ডিসেম্বর ২০২০

আপডেট: ০০:৫২, ৯ ডিসেম্বর ২০২০

৩৪৩

দুই মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টকে অবহিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোরশেদ জানান, দুইদিন শুনানির পর আদালত শেষ বারের মতো বন্দর কর্তৃপক্ষকে আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী নদী তীরের সব স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। দুই মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে।

গত বুধবার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল।  বন্দর কর্তৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আজকে (৮ ডিসেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছিলেন।

উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযানে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি, আলোর মুখ দেখে পাঁচটি খালের মুখ। এরপর গত ২১ মাসেও আর কোনো অভিযান পরিচালিত হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত