বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

১২:১৬, ২৮ আগস্ট ২০২৩

৪১০

চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, রোববার নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় খবর পেয়ে ডুবুরি ও স্পেশাল রেসকিউ টিম মিলে আমরা রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিলাম। সোমবার সকালে ঘরের সামনের নালাতেই ওই শিশুটির মরদেহ পাওয়া গেছে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত