চট্টগ্রামের সেই মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামের সেই মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে আলোচিত সেই মোস্তাকিমের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।গত সোমবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এই আদেশ দিলেও গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
সৈয়দ মোহাম্মদ মুস্তাকিম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার সৈয়দ মৌলানা মোহাম্মদ খালেদ আজমের ছেলে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এম জাফর আলম বলেন, ‘সোমবার মোস্তাকিমের স্ত্রী হাবিবা আক্তার শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে আদালতে মামলা করেন। আদালত ওই মামলায় মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৬ অক্টোবর মোস্তাকিমের সঙ্গে হাবিবার বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন মোস্তাকিম।
এর মধ্যে ১১ জুন ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে হাবিবাকে জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন মোস্তাকিম। এরপর ১৭ জুন শ্বশুরবাড়িতে গিয়ে একই দাবিতে হাবিবাকে মারধর করেন তিনি। যৌতুকের টাকা না দিলে হাবিবাকে তালাক দিয়ে যৌতুক নিয়ে নতুন করে বিয়ে করারও হুমকি দেন তিনি। ওইদিনের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
সৈয়দ মোহাম্মদ মুস্তাকিম চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`