মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৪০ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:১৫, ৪ ডিসেম্বর ২০২০

৩২৯

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৪০ জন

চট্টগ্রামে নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন। এদিন ১ হাজার ৭০২ টি নমুনা পরীক্ষা করা হয়। তবে কোনো মৃত্যু সংবাদ নেই। এদিকে এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬৫ জনে। 

শুক্রবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা হয়। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি অপরাজেয় বাংলাকে  বলেন, ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষায় ২৪০ আক্রান্তের মধ্যে নগরে ২১৭ জন এবং উপজেলায় ২৩ জন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষা হয়। এতে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

এছাড়া বেসরকারী  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।  

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের পজেটিভ শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০টি নমুনা পরীক্ষা করে একজনে শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত