মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভাসানচরে যেতে ক্যাম্প ছাড়ছেন রোহিঙ্গারা

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০১, ৩ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:১৯, ৩ ডিসেম্বর ২০২০

৫৫৫

ভাসানচরে যেতে ক্যাম্প ছাড়ছেন রোহিঙ্গারা

অবশেষে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে ভাসানচরের উদ্দেশ্যে উখিয়া থেকে ৩ হাজার রোহিঙ্গার প্রথম দলটিকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। বাসে করে প্রথমে তাদের চট্টগ্রাম আনা হবে। সেখান থেকে নেওয়া হবে ভাসানচর।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে উখিয়া কলেজ মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বেশকিছু বাস। বাসগুলো প্রথমে চট্টগ্রামের নেভি ঘাঁটিতে এসে পৌঁছবে। সেখান থেকে জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিটি বাসে ৪০ জনের মতো রোহিঙ্গা আছেন। সে হিসেবে ৮০ টি বাসে প্রায় হাজার তিনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে। তবে এখনো পর্যন্ত কতো পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে তার কোন সঠিক তথ্য পরিসংখ্যান পাওয়া যায়নি। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকেগুলোকে বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোর থেকে উখিয়া কলেজ মাঠে জড়ো করা হয়। সেখান থেকে এই পর্যন্ত ৮টি বাস ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিলেও আরো ২০টির বেশি বাস সেখানে রাখা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর অব্যাহত হামলা, নিপীড়ন ও হত্যার কারণে ২০১৭ সালের ২৫ আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে থেকেই বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল বিপুল সংখ্যক রোহিঙ্গা। বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে ১১ লাখ। বাংলাদেশের তৎপরতা ও আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানোর চেষ্টা করা হলেও মিয়ানমারের অনীহায় দুই দফায় ভেস্তে যায় প্রত্যাবাসন প্রক্রিয়া। 

গত কয়েকদিনের বিভিন্ন খবর বলছিল শিগগিরই প্রথম দফায় উদ্বাস্তুদের একটি দলের চরটিতে যাওয়ার কথা রয়েছে। নিজেদের দেশে এখনও ফিরতে না পারা রোহিঙ্গারা এখন শিবিরের জনাকীর্ণ পরিবেশ থেকে নতুন চরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আগ্রহী এমনটাই বলা হচ্ছে খবরে। আর সূত্রগুলো বলছে, এমন ইচ্ছা পোষণ করা রোহিঙ্গাদের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। 

আরও পড়ুন **ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে অবগত জাতিসংঘ, হালনাগাদ তথ্য চায়

এদিকে গত বুধবার (২ ডিসেম্বর) জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বিষয়ে প্রস্তুতিমূলক কাজ সম্পর্কে অবহিত রয়েছে জাতিসংঘ। তবে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চায় সংস্থাটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত