সিএমপিতে যুক্ত হলো পেট্রোলিং কার
সিএমপিতে যুক্ত হলো পেট্রোলিং কার
চট্টগ্রামের নগরবাসীকে আরো দ্রুত পুলিশের সেবা নিশ্চিত করতে যুক্ত হলো পেট্রোলিং কার। ৪টি অত্যাধুনিক পেট্রোল কার যুক্ত হওয়ায় খুব কম সময়ে টহল দিতে সক্ষম হবে পুলিশ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনে এই চারটি পেট্রোলিং কারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, পুলিশের ভ্যানে করে যে টহল দেয়া হয় তা থেকেও এ গাড়িগুলো খুব দ্রুত সময়ের মধ্যে টহল দিতে সক্ষম। পুলিশের ফাস্ট রেসপন্ডার হিসেবে কিছু দায়িত্ব থাকে। গাড়িতেগুলোতে পরবর্তীতে আরো কিছু প্রযুক্তি লাগানো হবে। যাতে প্রয়োজনীয় তথ্য আমরা গাড়িতে পাঠাতে পারি।
সিএমপ’র পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি কারে একজন এস আই, একজন এএসআই ও দুইজন কন্সটেবলসহ চারজন পুলিশ সদস্য দায়িত্বরত থাকবেন। কারগুলো কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও খুলশী থানা এলাকায় প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেট্রোল টহল করবে। অত্যাধুনিক কারগুলোতে রয়েছে ইনবিল্ট সিসি ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকি টকিসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আব্দুর রউফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`