মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় খেলোয়াড়দের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে উইন্ডিজ প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৫৫, ১ ডিসেম্বর ২০২০

২৪২

করোনায় খেলোয়াড়দের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে উইন্ডিজ প্রতিনিধি দল

ওয়েস্ট ইন্ডিজ দলের সফরকে কেন্দ্র করে করোনায় খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম ঘুরে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দুই সদস্যের প্রতিনিধি দল। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিনভর পরিদর্শন শেষে বিকেলে ঢাকায় ফিরে যান তারা। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য ড. আকসাই মানসিং ও সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে। 

তারা এদিন হেলিকপ্টার যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে নামেন। পরে এম এম আজিজ ও  জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইম্পেরিয়াল হাসপাতাল ও হোটেল র‍্যাডিসন ব্লু  পরিদর্শনে যান। সেখানে তারা স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

উইন্ডিজ প্রতিনিধি দলের পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চট্টগ্রামের সিকিউরিটি কো-অর্ডিনেটর আব্দুর রশিদ লোকমান সাংবাদিকদের বলেন, তারা সব কিছু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। ফিরে গিয়ে তাদের রিপোর্ট জানাবেন। একই সাথে জানুয়ারির শেষ দিকে খেলা শুরু হতে পারে বলে আমাদের জানিয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত