চট্টগ্রামে ২১ দিনব্যাপী একুশের বইমেলা কাল শেষ
চট্টগ্রামে ২১ দিনব্যাপী একুশের বইমেলা কাল শেষ
চট্টগ্রামে ২১ দিনব্যাপী একুশের বইমেলা আগামীকাল শেষ হচ্ছে। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গণে বিকেল সাড়ে ৪ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ৭ ফেব্রুয়ারি শুরু এবারের বইমেলায় গতকাল পর্যন্ত ১৯ দিনে প্রায় আড়াই কোটি টাকার বই বিক্রি হয়েছে। আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কবি সাহিত্যিক লেখক ও মেলায় আগত দর্শনার্থীরা সার্বিকভাবে মেলাকে সফল ও গোছানো বলে মন্তব্য করেছেন।
মেলা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন মঞ্জু জানান, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গত পাঁচ বছর ধরে সম্মিলিত বইমেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবারই আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত ভালো ও গোছনো হচ্ছে মেলা। আগের বছরের ভুল-ত্রুটি পরের বছরে সংশোধন করে আমরা মেলা অধিকতর আকর্ষণীয় ও পাঠকবান্ধব করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। এবারের মেলায় প্রথম ১৯ দিনে ১৪০ টি স্টলে মোট আড়াই কোটি টাকার বই বিক্রি হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ঢাকার তুলনায় অনেক ছেট পরিসরে বইমেলার আয়োজন করি। আমাদের চেষ্টা থাকে কম জায়গার মধ্যে একটি রুচিশীল ও গোছানো মেলা আয়োজনের। গতকাল একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় মেলায় এসেছিলেন। তিনি আলোচনা পর্বে বলেছেন, চট্টগ্রামের বইমেলা ছোট পরিসরে হলেও ঢাকার তুলনায় অনেক পরিপাটি। এখানে ঢাকার মতো ধুলাবালির উৎপাত নেই।’
মেলায় ইটের পরিবর্তে কার্পেটে মাঠ ঢেকে দেয়ার কারণে ধুলাবালি কম হয়েছে উল্লেখ করে ড. নিছার বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস জেনে আমরা এবার ইটের পরিবর্তে কার্পেটে মাঠ ঢেকে দিয়েছি। ইট বিছানো হলে অনেক সময় কিছ কিছু স্থান উঁচু-নিচু হয়ে যায়। এতে বয়স্করা সমস্যায় পড়েন। অনেকে হোঁচট খেয়ে পড়ে যান।
শিক্ষাবিদ ড. অনুপম সেন আজ ইটের বদলে কার্পেট বিছানোয় সুবিধা হয়েছে বলে জানিয়েছেন। এবার ঢাকা থেকে ৫০টি প্রকাশনা সংস্থা চট্টগ্রামের বইমেলায় অংশ নিয়েছে। গতবারের মেলায় ছিল ৩৮টি। আমরা শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। বিজয়ীদের তাৎক্ষণিকভাবে বই পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া, এলইডি স্ক্রিনে মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা নিয়েছি, যা আগতদের প্রশংসা কুড়িয়েছে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`