মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্ক না পরায় জরিমানা গুণলেন ৮০ জন

স্টাফ করেসপন্ডেন্ট

০৯:০৪, ২৯ নভেম্বর ২০২০

আপডেট: ১৪:০৯, ২৯ নভেম্বর ২০২০

১৯৭

মাস্ক না পরায় জরিমানা গুণলেন ৮০ জন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৭২ মামলায় ৮০ জনকে ৯ হাজার ৭৬৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এর মধ্যে নগরীর বহাদ্দারহাট ও বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় ১৫টি মামলায় ১৫ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্কহীন ১০০ জনের মাঝে ১০০টি মাস্ক বিতরণ করা হয়।

এদিকে নগরীর ডিসি হিল, সিআরবি, টাইগারপাস, রেলওয়ে জাদুঘর এলাকায় মাস্কের ওপর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এসময় ১৩টি মামলায় ১৩ জনকে ৯৬৫ টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে বিকেলে ষোলশহর কর্ণফুলী বাজার ও বিপ্লব উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এসময় মাস্ক ব্যবহার না করায় ২১টি মামলায় ২২ জনকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় শতাধিক মাস্কও বিতরণ করা হয়।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ২৩টি মামলায় ৩০ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত