রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে বিজয় দিবসে দূর্বার তারুণ্য’র ব্যতিক্রমী কার্যক্রম 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

২০:০৭, ১৭ ডিসেম্বর ২০২২

৪৯৮

চট্টগ্রামে বিজয় দিবসে দূর্বার তারুণ্য’র ব্যতিক্রমী কার্যক্রম 

মহান বিজয় দিবসে চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলার সর্বস্তরের মানুষ।

বিকেলে শহীদ বেদীতে পরে থাকা ফুলের স্তবকগুলোকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিতে সহযোগিতা করে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য’র একদল সেচ্ছাসেবক। লাল-সবুজ পাঞ্জাবি পড়া এসব তরুন প্রথমে শহীদ মিনারে এসে প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য’র প্রধান উপদেষ্টা হেলাল আকবর চৌধুরী বাবর, প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল হাসান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, সদস্য মো. রিয়াদ হোসেনসহ জেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

এ সময় হেলাল আকবর চৌধুরী বলেন, আমাদের সংগঠন সর্বদা মানুষের পাশে থাকতে পছন্দ করে। আমাদের মূল উদ্দেশ্য ভালো কাজের ম্যাসেজ সবাইকে দেয়া। আজকেও আমরা এই নগরীকে সর্বদা পরিস্কার ও পরিছন্ন করার অঙ্গীকার করেছি। 

এ বিষয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমাদের নগরী যেন পরিষ্কার থাকে সেই ব্যাপারে আমরা সর্বদাই সচেতন। আমরা সিটি কর্পোরেশনের কাজে শুধুমাত্র সহায়তা করেছি। 

সিটি কর্পোরেশন এর পরিছন্নকর্মী মো. শিপন বলেন, তারা যা করেছে, তা ই বা কয়জনে করে? ওনাদের জন্য আমাদের কাজ সহজ ও তাড়াতাড়ি হয়েছে। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত