রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন, দগ্ধ শতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

০০:৪৩, ৫ জুন ২০২২

আপডেট: ০০:৪৫, ৫ জুন ২০২২

৬৩৯

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন, দগ্ধ শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

এ পর্যন্ত শতাধিক জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে।

তবে কতজন হতাহত হয়েছেন এখুনি সঠিকভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দের একটি বিস্ফোরণের একটি শব্দ তারা পেয়েছেন। এরপর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে কনটেইনারে বিস্ফোরকজাতীয় দ্রব্যের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত