বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রমজানে ফুটপাতে ইফতার তৈরি ও বেচাকেনা নিষিদ্ধ: সিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট

০১:০৮, ৩ এপ্রিল ২০২২

৮৯৩

রমজানে ফুটপাতে ইফতার তৈরি ও বেচাকেনা নিষিদ্ধ: সিএমপি

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীতে ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে সব ধরনের ইফতার সামগ্রী তৈরি ও বেচাকেনা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রমজানে মানুষের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হুসেন রাসেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিয়াম সাধনার আধ্যাত্মিক পরিমণ্ডলে সংযম, ধর্ম চর্চা ও বহুমাত্রিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিশুদ্ধি অর্জনের সময় হিসেবে রমজান মুসলমানদের কাছে পবিত্রতম মাস। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও স্বতঃস্ফূর্তভাবে মুসলমানরা যাতে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম নির্বিঘ্ন ও নিরুপদ্রব রেখে রোজা পালন করতে পারেন, নগরবাসীরা মোটরযান ও অযান্ত্রিক চলাচল মাধ্যমে নিরাপদে যাতায়াত করতে পারেন, এবং পথচারীরা অবাধে গমনাগমন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধিক্ষেত্রের সব ধরনের ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে ইফতার সামগ্রী তৈরি, কেনা ও বিক্রি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত