রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা: শনাক্তের হার কমে ২.৭৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২২

৬৪৪

চট্টগ্রামে করোনা: শনাক্তের হার কমে ২.৭৯ শতাংশ

চট্টগ্রামে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
চট্টগ্রামে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৭৯ শতাংশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারা ১, বোয়ালখালীর ১, রাউজানের ২, ফটিকছড়ির ২ ও হাটহাজারীর ১ জন রয়েছেন।

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১১৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬১০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত