রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনায় ২ মৃত্যু, নতুন শনাক্ত ১৬৫

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১২:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১২:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

৫৬৫

চট্টগ্রামে করোনায় ২ মৃত্যু, নতুন শনাক্ত ১৬৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৬৫ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার হয় প্রায় ৫ দশমিক ৯৩ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ১৩৪ জন নগরের এবং ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে চারজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে আটজন, শেভরন হাসপাতাল ল্যাবে নয়জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে সাতজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে তিনজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত