রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউপি ভোট: সাতকানিয়ায় গুলি, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১২:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১২:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২২

৬৩৪

ইউপি ভোট: সাতকানিয়ায় গুলি, ককটেল বিস্ফোরণ

ইউপি ভোট: সাতকানিয়ায় গুলি, ককটেল বিস্ফোরণ
ইউপি ভোট: সাতকানিয়ায় গুলি, ককটেল বিস্ফোরণ

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি হয়েছে। এ সময় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করা হয়। সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে এই অবস্থা চলে। এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার (৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকাল সাড়ে ৯টা থেকে দুই কেন্দ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। প্রথমে লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়। এরপর দুই পক্ষই আগ্নেয়াস্ত্র হাতে চড়াও হয়। গোলাগুলিতে ভোটকেন্দ্র থেকে সাধারণ ভোটাররা পালিয়ে যান।

খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা জানা যায়নি। কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণও হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ওই ইউনিয়নে যাচ্ছি। এখন পর্যন্ত দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কতজন আহত হয়েছে তা নিশ্চিত করতে পারছি না।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত