রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা: একদিনে আক্রান্ত পাঁচ শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১২:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২২

৪৯৯

চট্টগ্রামে করোনা: একদিনে আক্রান্ত পাঁচ শতাধিক

চট্টগ্রামে নতুন করে ৫৩৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে
চট্টগ্রামে নতুন করে ৫৩৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে

চট্টগ্রামে নতুন করে ৫৩৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৪ জনই নগরের বাসিন্দা।

বাকি ১৯৫ জনের মধ্যে লোহাগাড়ার ৭, সাতকানিয়ার ১৯, বাঁশখালীর ৮, আনোয়ারার ৮, চন্দনাইশের ৮, পটিয়ার ১১, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ৮, রাউজানের ১৭, হাটহাজারীর ২১, ফটিকছড়ির ২৯, মিরসরাইয়ের ৩১, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ৫ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৮০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ৯৪৫ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত