রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:৫২, ৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১৩:৫২, ৭ জানুয়ারি ২০২২

৪৫৪

করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের

করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের
করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত প্রায় ৪ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে নতুন করে কেউ করোনায় মারা যাননি।

শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৪ জন আর নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮ জন।

আগের দিন চট্টগ্রামে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৩৩৩ জন মারা যান। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ৯০৪ জন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জাতীয়ভাবে নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার, সবই বাড়ছে। 

এটা করোনার নতুন ধরনের কারণে নাকি অন্য কারণ আছে, তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, সংক্রমণ আরও বাড়বে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত