করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের
করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের
করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮২ জনের |
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত প্রায় ৪ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে নতুন করে কেউ করোনায় মারা যাননি।
শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৪ জন আর নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৮ জন।
আগের দিন চট্টগ্রামে নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৩৩৩ জন মারা যান। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ৯০৪ জন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জাতীয়ভাবে নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার, সবই বাড়ছে।
এটা করোনার নতুন ধরনের কারণে নাকি অন্য কারণ আছে, তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, সংক্রমণ আরও বাড়বে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`