চট্টগ্রামে হেলে পড়েছে ৩ ভবন
চট্টগ্রামে হেলে পড়েছে ৩ ভবন
চট্টগ্রামের সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোডের পার্বতী ফকির পাড়া এলাকায় একটি মন্দির ও দুটি ভবন হেলে পড়েছে। পাশাপাশি কয়েকটি কাচা ঘর দেবে গেছে। হেলে পড়ার কারণে ভবন দুটির প্রায় ১৫টি পরিবার এখন খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পে পাশের একটি খালে কোন নিরাপত্তা ছাড়াই রিটেইনিং ওয়াল করার জন্য মাটি খুড়লে পাশের ভবনগুলো হেলে পড়ে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিল্ডিংগুলো রেকি করেছি। এতে দুইটি ভবন হেলে গেছে। পাশে একটি মন্দিরও রয়েছে।’
সরেজমিন দেখা গেছে, পার্বতী ফকির পাড়ায় সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পে পাশের খালের রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছে। অসতর্কভাবে পাইলিং কাজ করার সময় পাশের লাগোয়া ভবনগুলো হেলে পড়ছে।
ঘটনাস্থলে কথা হলে ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক সন্তোষ দাশ বলেন, ‘গত দুই তিন বছর ধরে খালে ওয়াল নির্মাণের কাজ করছে। সোমবার সকালে কোন সাপোর্টিং ছাড়াই ওয়াল নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খোড়া শুরু করে। পরবর্তীতে আমার ভবনটি হেলে পড়ে। আমার ভবনটি নতুন। করেছি মাত্র দুই বছর হয়েছে। এক বছর আগেও একটি তিন তলা ভবন ধসে পড়ে গেছে। ’
ক্ষতিগ্রস্ত আরেক ভবন মালিক স্বপন কুমার দাশ বলেন, ‘আমার ভবনটি তিন তলার। গত বছর আমাদের পেছনের রাজমোহন দাশের ভবনটি ভেঙে পড়ে যায়। খালের পাইলিং করার কারণে এ দুর্ঘটনা ঘটে। এখানে জগন্নাথ মন্দিরও দেবে গেছে। ভবন দুটিতে ১৫টি পরিবার রয়েছে।’ ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা বলেন, আমরা সকালে ঘর থেকে আসবাসপত্র সরিয়ে রাস্তায় নেমে এসেছি। এখন খোলা আকাশের নীচে আছি।
রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘খাল খনন করার সময় অতি গভীর করে মাটি কাটা হয়েছে। এতে দুইটি ভবন, মন্দির ও কয়েকটি কাচা ঘর দেবে গেছে। ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`