রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:২৮, ২০ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৬:৪১, ২০ ডিসেম্বর ২০২১

৫৯৬

চট্টগ্রামে স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া ঘোনা এলাকায় মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তার স্বামী আইনজীবী আনিসুল ইসলাম (৩২) এবং তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য নির্যাতন করে আঁখিকে খুন করেছেন।

নিহত আঁখি প্রবাসী মফিজুর রহমানের সন্তান। দুই বছর আগে তার বিয়ে হয়। সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত আনিসুল ইসলামসহ দুইজনকে আটক করে নিয়ে এসেছি। ঘটনাস্থল চান্দগাঁও থানা এলাকায় হওয়ায়, আমরা তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

নিহত আঁখির বোনের স্বামী মো. আবুল কালাম জানান, গত ছয় মাস ধরে আঁখির ওপর শারীরিক মানসিক নির্যাতন চলছিল। আমরা দুই আড়াই মাস আগে বিষয়টি জানতে পারি। আঁখির স্বামী আনিসুল ইসলামের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক আছে। 

বিষয়টি জানতে পেরে আঁখি প্রতিবাদ করলে তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সে যাতে এসব বিষয় কারও সাথে শেয়ার করতে না পারে, সেজন্য তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বাইরে যাওয়ার সময় তাকে ঘরে তালাবদ্ধ করে যেত তার স্বামী। ৬/৭ দিন আগে আঁখিকে খুব মারধর করা হয়। সে অবস্থায়ও চিকিৎসা না করে তাকে ঘরে ফেলে রাখা হয়।

অবস্থা গুরুতর হলে গত শনিবার তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করতে অপারগতা প্রকাশ করলে তাকে নিয়ে যাওয়া হয় পার্কভিউ হাসপাতালে। এর মধ্যে আমরাও ছুটে আসি। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে নিয়ে আসা হয় সার্জিস্কোপ ইউনিট টুতে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। আমরা পাঁচলাইশ থানা পুলিশকে বিষয়টি জানালে তারা আঁখির স্বামী আনিসুল ইসলামসহ দুইজনকে আটক করে। এ ঘটনায় তার ভাই মিজানুর রহমান বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত