বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হচ্ছে আজ
বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হচ্ছে আজ
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হচ্ছে রবিবার (১৯ ডিসেম্বর) থেকে। কেন্দ্রটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৪ ঘণ্টার কার্যক্রম শুরু করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।
সকাল ১০টায় শিল্পী এবং কলাকুশলীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনসহ চট্টগ্রামের সকল মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর। দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হতো এই কেন্দ্র থেকে। প্রতিষ্ঠার বিশ বছর পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ৬ ঘণ্টার স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম। ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে শুরু হয় ৯ ঘণ্টার সম্প্রচার। ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু হয় ১২ ঘণ্টা সম্প্রচার।
২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বহির্বিশ্বেও সম্প্রচার শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৪৩৮ ফুট উঁচু টাওয়ার নির্মাণ করা হয়। এই টাওয়ার দিয়ে ১২টি ক্যাবল চ্যানেল ও দুটি টেরিস্ট্রিয়াল চ্যানেল চালানো যায়। টাওয়ারের পাশেই স্থাপন করা হয়েছে ট্রান্সমিশন। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে এই কেন্দ্রে ১৮ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`