তথ্যমন্ত্রীর মন্তব্য
যেখানে মুক্তমত দমন করা হয়, সেখানে সমাজ বধির
তথ্যমন্ত্রীর মন্তব্য
যেখানে মুক্তমত দমন করা হয়, সেখানে সমাজ বধির
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ |
বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান বা সার্টিফিকেটের জন্য নয়। এখানে মুক্তবুদ্ধি ও মুক্তমতের চর্চা হবে। এগুল ছাড়া গণতন্ত্র সুসংহত হয় না। যেখানে মুক্তমতকে দমন করা হয়, সেখানে সমাজ বধির। এসব কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আমরা জ্ঞানভিত্তিক বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়কে মুক্তমত চর্চার কেন্দ্র হতে হবে। আমাদের সংস্কৃতির চর্চা করতে হবে।
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার অনেক মধুর সম্পর্ক। তাই পার্লামেন্ট-অফিস বাদ দিয়ে এখানে এসেছি। এখানে আসলে দেখি পুরনো গাছ, স্থাপনা ও ইমারতগুলা অক্ষুণ্ন আছে। কিন্তু হারিয়ে গেছে বন্ধুরা। আবার যদি সেই দিন ফিরে পেতাম! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যে সাহস ও শক্তি সঞ্চয় করেছি, তা আমাকে রাজনৈতিক বন্ধুর পথ পাড়ি দিতে সহযোগিতা করেছে। ১৯৮৮ সালের ১৪ ডিসেম্বর চাকসু ভবনের সামনে থেকে আমাকে অপহরণ করা হয়। আমাকে তখন হত্যাচেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত ৫৫ বছরের পথচলায় দেশ গঠন, মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় অনন্য ভূমিকা পালন করেছে। সারা বিশ্ব এখানকার অনেক শিক্ষার্থী ছড়িয়ে আছে। শিক্ষা, গবেষণা ও নোবেলপ্রাপ্তি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে। একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য দেখলে অনুপ্রাণিত হই।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`