সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৮, শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১২:৩২, ৩০ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৩৬, ৩০ অক্টোবর ২০২১

৪৩০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৮, শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ কমেছে। এ সময় নতুন ৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ০ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত এক রোগির মৃত্যু হয়।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর আট ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে শহরের ২ ও দুই উপজেলার ৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪ ও রাউজানে ২ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ২২২ জন। সংক্রমিতদের মধ্যে ৭৩ হাজার ৯৬৩ জন শহরের ও ২৮ হাজার ২৫৯ জন গ্রামের।

গতকাল করোনায় গ্রামের একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩২৩ জন হয়েছে। এতে শহরের ৭২২ ও গ্রামের ৬০১ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত