সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারে পিলারে ফাটল: যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১০:২৫, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১০:২৮, ২৬ অক্টোবর ২০২১

৬৫১

চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারে পিলারে ফাটল: যান চলাচল বন্ধ

নির্মাণের চার বছরের মাথায় এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) একটি র‌্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে র‌্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। 

এদিকে পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মধ্যরাতে বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় উৎসুক মানুষ ভিড় করেন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘ফ্লাইওভারের র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এই জন্য সেটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ)  জানানো হয়েছে।’সিডিএ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সকালে এসে করণীয় নির্ধারণ করবেন বলে জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুর হক বলেন, ‘রাত ১১টার দিকে ফাটলের বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। নিরাপত্তার স্বার্থে আপাতত ফ্লাইওভারের র‌্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারের নিচে রাস্তার ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে।  ফাটলের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানানো হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশন ও সিডিএ’র প্রকৌশলী এই বিষয়ে বৈঠক করবেন জানিয়েছেন মেয়র।’

যানজট নিরসনে সিডিএ নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বরে নির্মাণাধীন এই ফ্লাইওভারের গার্ডার ধসে ১৪ জন নিহত হয়। 

এরপর নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ কাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ফ্লাইওভারটি কার্যকর না হওয়ায় ২০১৬ সালের ডিসেম্বরে আরাকান সড়কমুখী র‌্যাম্প নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। ৩২৬ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ৭ মিটার চওড়ার র‌্যাম্পটি নির্মাণ শেষে ২০১৭ ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত