চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারে পিলারে ফাটল: যান চলাচল বন্ধ
চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারে পিলারে ফাটল: যান চলাচল বন্ধ
নির্মাণের চার বছরের মাথায় এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) একটি র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
এদিকে পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মধ্যরাতে বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় উৎসুক মানুষ ভিড় করেন।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘ফ্লাইওভারের র্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এই জন্য সেটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে।’সিডিএ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সকালে এসে করণীয় নির্ধারণ করবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুর হক বলেন, ‘রাত ১১টার দিকে ফাটলের বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। নিরাপত্তার স্বার্থে আপাতত ফ্লাইওভারের র্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারের নিচে রাস্তার ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানানো হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশন ও সিডিএ’র প্রকৌশলী এই বিষয়ে বৈঠক করবেন জানিয়েছেন মেয়র।’
যানজট নিরসনে সিডিএ নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বরে নির্মাণাধীন এই ফ্লাইওভারের গার্ডার ধসে ১৪ জন নিহত হয়।
এরপর নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ কাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ফ্লাইওভারটি কার্যকর না হওয়ায় ২০১৬ সালের ডিসেম্বরে আরাকান সড়কমুখী র্যাম্প নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। ৩২৬ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ৭ মিটার চওড়ার র্যাম্পটি নির্মাণ শেষে ২০১৭ ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`