চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার সর্বনিম্ন
চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার সর্বনিম্ন
চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা এককের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চারজন। এ সময় কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম শহরের ৭৩ হাজার ৮৮১ জন, বাকি ২৮ হাজার ১৯৭ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, শনাক্তদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম শহরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।
শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে আগের দিন বৃহস্পতিবার ১০ জনের করোনা শনাক্ত হয়। ঐদিন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম শহরের ৩ জন। বাকি এক জন চন্দনাইশ উপজেলার।
চট্টগ্রামের ১০টি ল্যাবের মধ্যে শুধুমাত্র চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১ জন এবং মেডিকেল সেন্টারে ১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। এ দিন অন্য কোন ল্যাবে করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, বোয়ালখালী, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুন্ড, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`