সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপি যাদের নিয়ে ঐক্য করে, তাদের মধ্যেই অনৈক্য: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

০০:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

৫৭৩

বিএনপি যাদের নিয়ে ঐক্য করে, তাদের মধ্যেই অনৈক্য: তথ্যমন্ত্রী

বিএনপির ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে: তথ্যমন্ত্রী
বিএনপির ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে: তথ্যমন্ত্রী

বিএনপির ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি বলছে, সর্বশক্তি নিয়োগ করে সরকারের পতন ঘটাতে হবে। কিন্তু দলটি যাদের নিয়ে ঐক্য করে, তাদের মধ্যে প্রচণ্ড অনৈক্য।’

রবিবার মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএনপিতে ঐক্য প্রক্রিয়া নামে আবার কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়েছে। সমগ্র বিশ্ব নেতারা আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। জাতিসংঘ প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছে। আর বিএনপি নেতারা বলছেন,ভিন্ন কথা। কারণ,তারা আওয়ামী লীগের সাফল্য,শেখ হাসিনার সাফল্য দেখেও দেখেন না। চোখ থাকতে অন্ধ,কান থাকতেও বধির। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির প্রতিদিনের বাগাড়ম্বর জনগণ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। খালি কলসি যেমন বেশি বাজে, বিএনপিও ঠিক সে রকম বাজে। 

মন্ত্রী বলেন,'আওয়ামী লীগ হচ্ছে তৃণমূলের সংগঠন। তৃণমূলের নেতা-কর্মীরা হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারণেই আজ আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। আমাদের সংগঠন দেশব্যাপী তৃণমূলে বিস্তৃত। ক্ষমতায় থাকার কারণে কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে অনেকের মধ্যে আলস্য এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে।’ 

তিনি বলেন, ‘নির্বাচন খুব বেশি দিন বাকি নেই। দুই বছরের একটু বেশি সময় পরই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা যদি সাংগঠনিক পুরো শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে ২০১৮ সালের মতোই ধস নামানো বিজয় ইনশা আল্লাহ আমাদের হবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত